আমাদের ভারত, পূর্বমেদিনীপুর, ১০ জুন : হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠন এবং প্রোগ্রেসিভ মেডিক্যাল প্রাকটিশনার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার কোলাঘাট ব্লক শাখার উদ্যোগে আজ খন্যাডিহী অঞ্চলের পাকুড়িয়া প্রাইমারী স্কুলে দুঃস্থ মানুষদের জন্য রিলিফ ক্যাম্প করা হয়। সম্প্রতি সংগঠনদুটির পক্ষ থেকে গোপালনগর ও উত্তর জিয়াদা হাইস্কুলেও স্থানীয় মানুষদের ত্রাণ দেওয়া হয়। ত্রাণ শিবিরগুলিতে উপস্থিত ছিলেন, মেডিকেল সার্ভিস সেন্টার এর সহ-সভাপতি ডাঃ বিশ্বনাথ পড়িয়া,ডাঃ ভবানী শংকর দাস,জনস্বাস্থ্য সংগঠনের কার্যকরী সভাপতি নারায়ন চন্দ্র নায়ক প্রমুখ।
শিবিরগুলি থেকে ১৪৩ জন দুঃস্থ মানুষকে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। এ্যসোসিয়েশনের কোলাঘাট ব্লক শাখার সভাপতি ডাঃ মোজাফ্ফর আলি খান জানান, শিবিরগুলিতে ডাক্তারবাবুরা করোনা ভাইরাস সংক্রমনরোধে নানান পরামর্শ দেন।