নেলসন ম্যান্ডলার জন্মদিনের প্রাক্কালে কলকাতায় তাঁর নামাঙ্কিত উদ্যান সংস্কারের দাবি

অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, কলকাতা, ১৭ জুলাই: নেলসন ম্যান্ডলার ১০২তম জন্মদিনের প্রাক্কালে কলকাতায় তাঁর নামাঙ্কিত উদ্যানের যথাযথ সংস্কার দাবি করল সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা (এআইপিএসও)।

সংগঠনের এক বিবৃতিতে শনিবার জানানো হয়েছে, দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ-বিরোধী সংগ্রামের কিংবদন্তী ব্যক্তিত্ব নেলসন ম্যান্ডেলা (১৯১৮-২০১৩) শ্বেতাঙ্গ সরকারের কারাগার থেকে মুক্তির কয়েক মাস পরেই কলকাতা সফরে আসেন। ১৯৯০ সালের ১৮ অক্টোবর ইডেন গার্ডেন্সে আয়োজিত হয় তাঁর ঐতিহাসিক সম্বর্ধনা অনুষ্ঠান। ম্যান্ডেলার প্রতি সম্মান জানিয়ে তখন কলকাতা ময়দানে মেয়ো রোড এবং জওহরলাল নেহরু রোডের সংযোগস্থলে নির্মিত হয় সাজানো-গোছানো ‘নেলসন ম্যান্ডেলা উদ্যান’।

আজ ভীষণ দুরবস্থার মধ্যে রয়েছে ‘নেলসন ম্যান্ডেলা উদ্যান’। উদ্যান এখন জঞ্জালের মুক্ত ভ্যাট! এর মধ্যেই ১৮ জুলাই পালিত হতে চলেছে নেলসন ম্যান্ডলার ১০২তম জন্মবার্ষিকী।

ভারতরত্ন এবং নোবেল শান্তি পুরস্কার সম্মানে ভূষিত বিশ্ববন্দিত এই ব্যক্তিত্বের মহান স্মৃতির প্রতি এই উদাসীনতা কখনই মেনে নেওয়া যায় না। এতে কলকাতা তথা রাজ্যেরও মান থাকে না!

আমরা চাই, উদ্যানের যথাযথ সংস্কারের কাজে এখনই হাত দিক কলকাতা পুরসভা এবং রাজ্য সরকার। এই মর্মে আজ কলকাতা পুরসভার কমিশনারকে ই-মেলে একটি চিঠি পাঠিয়েছেন এআইপিএসও-র রাজ্য কমিটির তিন সাধারণ সম্পাদক- সৌমেন্দ্রনাথ বেরা, প্রবীর ব্যানার্জি এবং বিনায়ক ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *