কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ বিলের বিরোধিতায় বিক্ষোভ পশ্চিম মেদিনীপুরে

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ আগস্ট:
কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ বিল ২০২২ এর বিরোধিতায় পশ্চিম মেদিনীপুরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ ওয়ার্কমেন্স ইউনিয়নের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি ও অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমারস অ্যাসোসিয়েশন।

সোমবার কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ বিল ২০২২ -কে কালা বিদ্যুৎ বিল আখ্যা দিয়ে ডবলুবিএসইডিসিএল (WBSEDCL) এর প্রশাসনিক ভবনের বাইরে অবস্থান বিক্ষোভ কর্মসুচি পালন করল পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ ওয়ার্কমেন্স ইউনিয়নের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি। বিক্ষোভ সভা থেকে সাধারণ কৃষিজীবী, শ্রমজীবী মানুষের ক্ষেত্রে এই বিদ্যুৎ বিলের ক্ষতিকারক দিকগুলি তুলে ধরে বক্তব্য রাখেন কমিটির নেতারা। পাশাপাশি আগামী দিনে বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয় সকল স্তরের মানুষের কাছে।

কেন্দ্রীয় সরকারের জনবিরোধী বিদ্যুৎ বিল- ২০২২ বাতিলের দাবিতে সোমবার মেদিনীপুর জেলাশাসক দপ্তরের বাইরে অবস্থান বিক্ষোভ কর্মসুচি পালন করল অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমারস অ্যাসোসিয়েশন (AIECA)। এদিন পার্লামেন্টে বিল পেশের সময় ঠিক বেলা ১১ টায় দেশজুড়ে বিক্ষোভ ও বিলের প্রতিলিপি পোড়ানোর কর্মসুচি পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *