সাথী দাস, পুরুলিয়া, ২১ জুন : চীনের বিরুদ্ধে ক্ষোভের আগুন সঞ্চারিত হচ্ছে দেশের সব জায়গায়। বাদ নেই এই রাজ্যের পুরুলিয়া জেলাতেও।
লাদাখে চীনা আগ্রাসনের প্রতিবাদে গর্জে উঠল “আমরা ক’জন” নামে পুরুলিয়া শহরের কিছু বাসিন্দা। তাঁরা চীনের প্রেসিডেন্টের শিং জিনপিং-এর ছবি ও চিনা সামগ্রী পুড়িয়ে বিক্ষোভ দেখান। জাতীয়তাবাদের স্লোগান তোলেন তাঁরা।
রবিবার সকালে পুরুলিয়া শহরের হাটের মোড়ে আয়োজিত ওই অনুষ্ঠানে চীনা দ্রব্য ও মোবাইল অ্যাপ বয়কটের ডাক দেওয়া হয়। পাশাপাশি এক মিনিট নিরবতা পালন করে শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানান উদ্যোক্তারা। তার আগে প্রেসিডেন্ট শিং জিনপিং -এর ছবি নিয়ে এবং চীনের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ জানানো হয়।