আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৪ জুন : ময়না বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন সারা ভারত কিষাণ ও ক্ষেতমজুর সংগঠনের। দুর্নীতি দলবাজি বন্ধ করে অামফানে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, পরিযায়ী শ্রমিকদের রেশন ও ভাতা প্রদান, কৃষিপণ্যের সঠিক দাম, কৃষিঋণ মকুব, ময়না- বলাইপন্ডা পীচ রাস্তার দ্রুত সংস্কার, শ্রীরামপুর অ্যাপ্রোচ রোড ও প্রজাবাড়ের ব্রিজ নির্মাণের কাজ দ্রুত শেষ করা, পুরষাঘাটে কংক্রিটের ব্রিজ নির্মাণ, ময়নাল জল নিকাশি সহ কয়েক দফা দাবিতে অবস্থান বিক্ষোভ এবং বিডিওর নিকট ডেপুটেশন দেওয়া হয়। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য কমরেড বিবেক রায়, ময়না থানা কমিটির সদস্য স্বপন মাইতি, সুকুমার সামন্ত, নারায়ণ খাঁড়া প্রমুখ। অবস্থানে উপস্থিত ছিল ময়না ব্লকের শতাধিক কৃষক ও ক্ষেতমজুর।
বিবেক রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, দীর্ঘদিন লকডাউন ও অামফানে বিভিন্ন মানুষের সাথে কৃষক ও শ্রমিক ভীষণভাবে বিপর্যস্ত ও ক্ষতিগ্রস্ত। এসময় সরকার তাদের পাশে না দাঁড়িয়ে ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতি ও দলবাজি করছে। তিনি তার তীব্র প্রতিবাদ জানান। পরিযায়ী শ্রমিকদের রেশন ও ভাতা এবং জব কার্ড দিয়ে ১০০ দিনের কাজে অন্তর্ভুক্ত করা। ময়নার বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে অান্দোলন গড়ে তোলার অাহ্বান জানান তিনি।