
জে মাহাত, আমাদের ভারত, মেদিনীপুর, ৮ অক্টোবর: বেলদা এলাকার কৃষক ও সাধারণ গরিব মানুষদের স্বার্থে একাধিক দাবি নিয়ে বেলদা বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ করল বাম সংগঠন সারা ভারত কৃষকসভা ও সারাভারত ক্ষেতমজুর ইউনিয়ন৷ সংগঠনের পক্ষ থেকে কয়েকশ মানুষ এদিন বেলদাতে নারায়ণগড় বিডিও অফিসে বিক্ষোভ দেখায়৷ সংগঠনের পক্ষ থেকে একশো দিনের কাজের প্রকল্পে ৬০০ টাকা বেতন হিসেবে দুশো দিন কাজ দেওয়ার সাথে আবাস যোজনার বাড়ির ক্ষেত্রে সুষম বন্টনের দাবি জানানো হয়েছে।