খড়্গপুর ডিআরএম অফিসে বিক্ষোভ নাগরিক প্রতিরোধ মঞ্চের দক্ষিণ পূর্ব রেলের শাখা কমিটির

কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ মে: দিঘা-বেলদা, বেলদা-মেদিনীপুর, মেদিনীপুর-খড়্গপুর, খড়্গপুর- ঝাড়গ্রাম, হাওড়া-আমতা, হাওড়া-হলদিয়া লাইনে পূর্বের মত সমস্ত ট্রেনগুলি অবিলম্বে চালুর দাবিতে খড়্গপুর ডিআরএম অফিসে বিক্ষোভ দেখালো নাগরিক প্রতিরোধ মঞ্চ।

এছাড়াও প্যাসেঞ্জার ট্রেন গুলিকে এক্সপ্রেস ট্রেনে রূপান্তরিত করে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার সহ প্রবীণ নাগরিক অসুস্থ যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে পূর্বের ন্যায় কন্সেশন চালু করতে হবে জানান নাগরিক মঞ্চের প্রতিনিধিরা।

বিক্ষোভ সমাবেশ থেকে এ দিন আরও একটি বিষয় বার বার ধ্বনিত হয় রেলের সার্বিক বেসরকারিকরণ বন্ধ কর্মী সংকোচনের সিদ্ধান্ত প্রত্যাহার।

করোনা পর্বের আগে দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর শাখায় ১৮১ টি ট্রেন চালানো হতো, বর্তমানে ১৩২ টি ট্রেন চালানো হচ্ছে, বাকি ট্রেন গুলো দ্রুত চালু করার দাবি জানান বিক্ষোভ থেকে।

সেইসঙ্গে পুনর্বাসন ছাড়া রেল লাইনের দোকানদারকে উচ্ছেদ করা চলবে না বলেও জানান নাগরিক মঞ্চের প্রতিনিধিরা।

নাগরিক মঞ্চের আরও দাবি এক্সপ্রেস ট্রেনে জেনারেল বগি যুক্ত করতে হবে। পাশাপাশি লোকাল ট্রেন টিকিট এবং মান্থলি টিকিট যাতায়াতের সুযোগ ব্যবস্থা করতে হবে।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, নাগরিক প্রতিরোধ মঞ্চের সভাপতি মাননীয় মধুসূদন বেরা, যুগ্ম সম্পাদক সুরঞ্জন মহাপাত্র এবং সরোজ মাইতি। বিক্ষোভ শেষে মধুসূদন বেরার নেতৃত্বে ৫ জনের প্রতিনিধি দল ডিআরএম অফিসে স্মারকলিপি দেন।

তারা জানান, দাবি পূরণ না হলে পুনরায় বৃহত্তর আন্দোলনের পথে যাবে নাগরিক প্রতিরোধ মঞ্চের দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখা কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *