ভুল ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগে বিক্ষোভ 

আমাদের ভারত, মেদিনীপুর, ৫ ডিসেম্বর: ভুল ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ তুলে হাসপাতালে অভিযুক্ত চিকিৎসকদের শাস্তির দাবিতে রাস্তায়   শিশুর মৃতদেহ রেখে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন মৃত শিশুর পরিবারের লোকজন। ঘটনাটি  ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর-১ ব্লকের বাসুদেবপুর এলাকায়। 

পরিবারের অভিযোগ, বাসুদেবপুর উপস্বাস্থ্য কেন্দ্রে থেকে তাদের শিশুকে ওই ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। স্থানীয় বাসিন্দারা এবং মৃত শিশুর পরিবারের লোকজন সংশ্লিষ্ট এএনএমকে গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে ঘাটাল পাঁশকুঁড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। মৃতের পরিবারের  অভিযোগ,  ২৮শে নভেম্বর ওই উপস্বাস্থ্য কেন্দ্র থেকে এলাকার রায়ন রাম নামে পাঁচ মাসের ওই শিশুকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল। বুধবার রাতে শিশুটির মৃত্যু হয়। দাসপুর থানার পুলিশের হস্তক্ষেপে রাজ্য সড়কে বিক্ষোভ তুলে নেওয়া হলেও  স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে আবার বিক্ষোভ শুরু করেন।

পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরা জানিয়েছেন, বিষয়টি শুনেছি। কিন্তু কী কারণে এই ঘটনা ঘটেছে তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে। ভ্যাকসিন নেওয়ার কারণে শিশুটির মৃত্যু হওয়ার কথা নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *