পেনশন ও কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতি বদলের দাবিতে বিক্ষোভ নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষা সমিতির

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৪ সেপ্টেম্বর: পেনশন ও কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতি বদলের দাবিতে বিক্ষোভ দেখাল নদিয়া জেলা নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষা সমিতি। বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে নদিয়া জেলা কৃষ্ণনগর ডিআইঅফিস ও চেয়ারম্যান অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়।

দীর্ঘদিন শিক্ষা দান করার পরও নদিয়া জেলা নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষা সমিতির অভিযোগ, প্রাথমিক শিক্ষকরা পেনশন পাচ্ছেন না। যারা দীর্ঘদিন চাকরি করেছে, দীর্ঘদিন শিক্ষা দান করেছে এই বার্ধক্য বয়সে তারা পেনশন পাচ্ছেন না। একেই করোনা আবহে দ্রব্যমূল্যের দাম আকাশছোঁয়া, অন্যদিকে শিক্ষকরা পেনশন পাচ্ছেন না। এছাড়া ২০১১ সালের পর থেকে প্রধান শিক্ষক নিয়োগ হয়নি। পাশাপাশি ২০২০ কেন্দ্রীয় শিক্ষানীতির বদলের দাবিতেও সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। তাদের আশঙ্কা কেন্দ্রের এই শিক্ষা নীতির ফলে প্রাথমিক শিক্ষা ভয়াবহ পরিস্থিতিতে দাঁড়াবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *