ছয় রাজ্য সরকারি কর্মচারীকে বদলির প্রতিবাদে বাঁকুড়া জেলা কালেক্টরেটের সামনে বিক্ষোভ কর্মসূচি যৌথ সংগ্ৰামী মঞ্চের

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৮ মার্চ: ডিএ ইস্যুতে রাজ্যজুড়ে সরকারি কর্মচারী ও শিক্ষকদের আন্দোলনে প্রবল চাপে রাজ্য সরকার। অপরদিকে আন্দোলন জোরদার করতে ধর্মঘটে নামে আন্দোলনকারী সংগ্ৰামী যৌথ মঞ্চ। আন্দোলনের রাশ টানতে ও ধর্মঘট রুখতে সরকার কড়া পদক্ষেপের কথা ঘোষণা করে। তবুও অনড় সংগ্ৰামী মঞ্চ। এরপরই আন্দোলনকারীদের উপর শুরু হেনস্থা ও শাস্তিমূলক ব্যবস্থা।

ইতিমধ্যেই আন্দোলনের সাথে যুক্ত ছয় রাজ্য সরকারি কর্মচারীকে নবান্ন থেকে বাঁকুড়া ও পুরুলিয়ায় বদলি করা হয়েছে।ডিটেলমেন্টের নামে এভাবে বদলির সিদ্ধান্তের প্রতিবাদে আজ দুপুরে বাঁকুড়া জেলা কালেক্টরেট প্রাঙ্গণ জুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে যৌথ সংগ্ৰামী মঞ্চ। রাজ্য সরকারের দমন পীড়ন নীতির বিরুদ্ধে মিছিল করে সমগ্ৰ কালেক্টর প্রাঙ্গণে।

মঞ্চের জেলা সম্পাদক বিশ্বজিৎ ঘোষ জানান, ইতিমধ্যে নবান্ন থেকে বদলি হয়ে কৌশিক হালদার আজই ওন্দা ব্লকে যোগদান করেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here