আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে চার বিষয়ে পড়াশুনোর অনুমোদন রাজ্য উচ্চ শিক্ষা দফতরের

আমাদের ভারত, আলিপুরদুয়ার, ৭ জানুয়ারি: আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে ৪টি বিষয়ে পঠনপাঠনের অনুমোদন দিল রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। ইংরেজি, ইতিহাস, পদার্থ বিদ্যা, রসায়ন-এ জানুয়ারি মাসের শেষ অথবা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে ক্লাস শুরু হতে পারে। খুব দ্রুত স্নাতকোত্তর স্তরে ভর্তির আবেদন চেয়ে বিজ্ঞাপন দেওয়া হবে।

উপাচার্য মহেন্দ্রনাথ রায় বলেন, “উচ্চশিক্ষা দপ্তর থেকে অনুমোদনের চিঠি এসেছে। এত দ্রুত সদ্য তৈরি হওয়া কোনও বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পাঠক্রমের অনুমোদন পায় না। তবে আলিপুরদুয়ার কলেজে রসায়ন ও পদার্থ বিদ্যা বিভাগের পরিকাঠামো যথেষ্টই উন্নত বলে আমরা বিজ্ঞান বিভাগের অনুমোদন পেয়েছি।” এদিকে খবরটি ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া ছড়িয়েছে ছাত্র থেকে শিক্ষানুরাগী মহলে। উল্লেখ্য, ২০১৮ সালে আলিপুরদুয়ার কলেজকে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হয়। ইতিমধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে। কিছুদিন আগেই প্রথম উপাচার্য হিসেবে নিজের দায়িত্বভার গ্রহন করেছেন মহেন্দ্র নাথ রায়। এবার শুরু হতে চলেছে বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের পাঠক্রম। স্বাভাবিকভাবেই খুশি প্রত্যন্ত এলাকায় বসবাসকারী ছাত্র-ছাত্রী থেকে অভিভাবক সকলেই।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here