স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৯ ডিসেম্বর:
স্বাস্থ্য দফতরের চুক্তিভিত্তিক কর্মচারীদের স্থায়ীকরণ সহ পাঁচ দফা দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হল। নদীয়া জেলাতেও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে গণডেপুটেশন দিলেন নদীয়া জেলার স্বাস্থ্য দপ্তরের সমস্ত স্তরের চুক্তিভিত্তিক কর্মচারীরা।
গতকাল কৃষ্ণনগরে নদীয়া জেলা স্বাস্থ্য দপ্তরে সমস্ত স্তরের চুক্তিভিত্তিক কর্মচারীরা ৫ দফা দাবিতেস্মারকলিপি জমা দেন। তাদের বক্তব্য, ১৪ থেকে ১৫ বছর ধরে স্বাস্থ্য পরিষেবা দিয়ে আসছেন গ্রাম থেকে শহরের প্রতিটি কোনায়। মা ও শিশু সহ সমস্ত মানুষের স্বাস্থ্য পরিষেবা দেওয়া থেকে শুরু করে তাদের স্বাস্থ্যের খবর পোর্টালের মাধ্যমে পৌছে দেওয়া হচ্ছে জেলা রাজ্য ও কেন্দ্রে। অতি সুনিপুণভাবে জেলার তথ্য আদান প্রদান করেন এই সমস্ত কর্মচারা।
তাঁদের অভিযোগ, করোনা কালীন যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারী গ্রামে গ্রামে কাজ করছেন সেই সমস্ত কর্মচারীদের কোনও অতিরিক্ত পারিশ্রমিক দেওয়া হচ্ছে না। এছাড়াও যেসব কোভিড যোদ্ধা শহীদ হয়েছেন তাদের পরিবার উপযুক্ত ক্ষতিপূরণ পাচ্ছেন না। সেই সমস্ত পরিবারের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার তারা দাবি জানান। তাঁদের দাবি, NHM ও NHUM কর্মচারীদের স্থায়ী করতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি উপযুক্ত ব্যবস্থা না করেন তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পদক্ষেপ নিতে বাধ্য হবেন।
এছাড়া সমকাজে সমবেতনের দাবি রয়েছে তাদের। তাঁদের অভিযোগ স্বাস্থ্য দপ্তরে চুক্তিভিত্তিক কর্মচারীরা কোনও ছুটি জমিয়ে রাখতে পারেন না। অবিলম্বে সার্ভিস বুক চালু করে ছুটি সঞ্চয় এর ব্যবস্থা করতে হবে।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর কাছে যে পাঁচ দফা দাবিপত্র জমা হয় সেগুলো হল:
NHM এবং NUHM কর্মীদের স্থায়ীকরণ
NHM ও NUHM কর্মীদের শিক্ষাগত যোগ্যতা ও কর্ম অভিজ্ঞতার বিচার-বিশ্লেষণ করে বেতন কাঠামোর পুনর্বিন্যাস। আদেশনামা তথা পারসনালাইজেশন প্রকাশ করতে হবে।
প্রতিটি এন এইচ এম ও এন ইউ এইচ এম কর্মীদের categorisation ও ইপিএফ এর আওতাভুক্ত করতে হবে।
যে সব পদ কেন্দ্রের ROP তে অনুমোদন পায়নি সেই সকল পদকে কেন্দ্রের ROP তে অনুমোদনের সুবন্দোবস্ত করতে হবে।
যে NHM ও NUHM কর্মচারী COVID-19 অথবা চাকুরীরত অবস্থায় মারা গিয়েছে তাদের পরিবারের ক্ষতিপূরণ ও চাকরির বন্দোবস্ত করতে হবে।