সুশান্ত ঘোষ, আমাদের ভারত, বনগাঁ, ১০ জুন: করোনা সংক্রামণের জেরে দীর্ঘদিন ধরে চলছে লকডাউন। আর লকডাউনের শুরু থেকে বন্ধ মেলা। ফলে বিপাকে পড়েছে মেলার ব্যবসায়ীরা। অনাহারে দিন কাটাচ্ছে সেই সব পরিবার। বুধবার মেলা হকার অ্যাসোসিয়েশন ও অল ইন্ডিয়া ফেয়ার মার্চেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মাসে দশ হাজার টাকা ভাতার দাবি করে বনগাঁ মহকুমা শাসকের দফতরে সামনে সামাজিক দূরত্ব বজিয়ে রেখে বিক্ষোভ দেখায়। পরে স্মারকলিপি জমা দেয়।
মেলা কমিটির অন্যতম সদস্য সঞ্জয় প্রামানিক বলেন, লকডাউনের কারণে মেলা শিল্পের সঙ্গে যুক্ত প্রায় ৩ হাজার শ্রমিক কর্মহীন হয়ে অসহায় ভাবে দিন কাটাচ্ছেন। তাদের প্রতি সরকারের দৃষ্টি না থাকায় তারা কোনও ভাতা বা সহযোগিতা পাচ্ছেন না। সরকার তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করুক এবং ভাতার ব্যবস্থা করুক। সরকারি সাহায্য না পেলে তাদের আত্মহত্যা করা ছাড়া উপায় থাকবে না।