ঘাটালে হকার্স ইউনিয়নের পক্ষ থেকে মহকুমাশাসকের দপ্তরে ডেপুটেশন

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২ ফেব্রুয়ারি: হকার্স ইউনিয়নের পক্ষ থেকে মহকুমাশাসকের দপ্তরে ডেপুটেশন। ঘাটাল মেছোগ্রাম রাস্তা সংস্কার এবং সম্প্রসারণের জন্য রাস্তার দু’পাশে কাঠামো সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পূর্ত দপ্তর। ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে এবং পুনর্বাসনের দাবিতে রাস্তায় আগেই নেমেছে পথি পার্শ্বস্থ ব্যবসায়ী সমিতি এবং পশ্চিম মেদিনীপুর স্ট্রিট হকার্স ইউনিয়ন। মঙ্গলবার ঘাটাল মহকুমা শাসকের কাছে এবং ঘাটাল পৌরসভার প্রশাসকের কাছে ডেপুটেশন দিল পশ্চিম মেদিনীপুর স্ট্রিট হকার্স ইউনিয়ন।

রাস্তা সম্প্রসারণের পক্ষে হলেও ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি জানিয়েছে ওই ইউনিয়ন। ওই ইউনিয়নের নেতা শ্রীকৃষ্ণ শীল রাস্তা সম্প্রসারণের পরে যে জায়গা থাকবে সেখানে যাতে ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের জীবিকা নির্বাহ করতে পারে তার দাবি জানিয়েছেন। তিনি বলেন, বেশ কিছু ভূমিহীন মানুষ রাস্তার ধারে থাকেন, তাদের কি হবে? এই সমস্যাগুলোর কথা প্রশাসনকে ভাবতে হবে। এই দাবির ভিত্তিতে আমরা আজ মহকুমাশাসক এবং পৌর প্রশাসক এর কাছে ডেপুটেশন দিয়েছি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here