জেলা শাসকের কাছে ১১ দফা দাবিতে ডেপুটেশন জঙ্গলমহল মৎস্যজীবী ফোরামের

চিত্ত মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৮ জানুয়ারি: দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের শাখা সংগঠন জঙ্গলমহল মৎস্যজীবী ফোরাম আজ ঝাড়গ্ৰাম জেলা শাসকের কাছে ১১ দফা দাবিতে ডেপুটেশন দেয়। ঝাড়গ্ৰাম জেলার নয়াগ্ৰাম, জামবনী, বিনপুর -২,
বিনপুর -১ ও সাঁংরাইল ব্লকের কয়েকশ চিরাচরিত ক্ষুদ্র মৎস্যজীবী একটি মিছিল করে ও এডিএম (উন্নয়নের) কাছে তাদের দাবি জানায়।

মৎস্যজীবী ফোরাম দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছে ক্ষুদ্র ও চিরাচরিত মৎস্যজীবীদের সরকারি পরিচয়পত্রের। পরিচয়পত্র না থাকায় ক্ষুদ্র মৎস্যজীবীরা সরকারের বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে। মৎস্যজীবীরা বিভিন্ন জলাশয়ে মাছ চাষ ও মাছ ধরে জীবীকা নির্বাহ করেন, অথচ তাদের দল করার অধিকার নাই। তারা সমবায় সমিতি গঠন করতে পারছেন না। জলাশয়ের জলের সমষ্টি গত অধিকার জল ব্যবহার ও রক্ষণাবেক্ষণ ও সমবায় সমিতি গঠন করার স্বীকৃতির দাবি জানানো হয়। এছাড়াও দখলে থাকা জমির পাট্টা, জাতি শংসাপত্র, সামাজিক সুরক্ষা সহ বিভিন্ন দাবীতে ডেপুটেশন দেওয়া হয়।

উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের সহ সম্পাদক ঝর্ণা আচার্য, জঙ্গলমহল মৎস্যজীবী ফোরামের সভাপতি যতীন মাহাত, সম্পাদক চৈতন্য বেসরা ও মৎস্যজীবীদের জাতীয় মঞ্চের নেতা সৌমেন রায়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here