
আমাদের ভারত, নদিয়া, ৬ অক্টোবর: শিক্ষক শিক্ষিকাদের স্থায়ীকরণ ও নির্দিষ্ট বেতনের দাবিতে ডেপুটেশন আইসিটি স্কুল টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের। নদিয়ার কৃষ্ণনগরের ডিআই অফিসের সামনে মঙ্গলবার আইসিটি স্কুল টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই ডেপুটেশন দেওয়া হয়।
সংগঠনের পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গল আইসিটি কম্পিউটার টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সজল দাস জানান, ২০১৩ সাল থেকে কম্পিউটার শিক্ষা পশ্চিমবঙ্গে ছয় হাজারের বেশি মাধ্যমিক উচ্চমাধ্যমিক স্কুলে চলছে। কিন্তু এবছর সরকারি তরফের এজেন্সির মাধ্যমে আমাদের জানানো হয়েছে এ বছরের ৩১ ডিসেম্বরের পরে তাদের কাজ সুরক্ষিত নাও থাকতে পারে। আমাদের দাবি, আমরা এই পেশায় যারা এতদিন ধরে যুক্ত সেই শিক্ষক শিক্ষিকাদের স্থায়ীকরণ এবং নির্দিষ্ট বেতন দেওয়া হোক। দ্বিতীয়ত, কম্পিউটারকে সিলেবাসের অন্তর্ভুক্ত করা হোক। তৃতীয়ত, প্রত্যেকটি স্কুলের কম্পিউটারগুলোকে ঠিকমতন রক্ষণাবেক্ষণ করা হোক। সংশ্লিষ্ট শিক্ষকদের সেখানেই বহাল রাখা হোক।