একাধিক দাবিতে পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস সংগঠনের ডেপুটেশন

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৬ অক্টোবর: পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস সংগঠনের পক্ষ থেকে শুক্রবার বিভিন্ন দাবিতে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়েছে। সংগঠনের সদস্য ও কর্মী শুক্লা ঘোষ মূল দাবিগুলির বিষয়ে জানিয়েছেন।

সেগুলি হল- ২০১৪ সাল থেকে আজ পর্যন্ত যারা অবসর নিয়েছেন তাদেরকে নূন্যতম তিন লক্ষ টাকা এককালীন দিয়ে মাসে তিনহাজার টাকা পেনশন চালু করতে হবে। তাছাড়াও আই সিডিএস কর্মীদের স্থায়ীকরণ করতে হবে এবং যতদিন পর্যন্ত স্থায়ীকরণ না হচ্ছে ততদিন নূন্যতম একুশ হাজার টাকা ভাতা দিতে হবে ও করোনা পরিস্থিতিতে প্রত্যেক কর্মীদের মাস্ক ও স্যানিটাইজার দিতে হবে। এইসব বিভিন্ন দাবি সামনে রেখে বিক্ষোভ দেখান সংগঠনের কর্মীরা। আগামী ২৬ নভেম্বর সাধারণ ধর্মঘটেরও হুঁশিয়ারি দেন পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস সংগঠনের নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *