
স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ৩০ জুলাই: চিটফান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বৃহস্পতিবার শান্তিপুর থানায় ডেপুটেশন দেওয়া হয়।
চিটফান্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শান্তিপুর শাখার পক্ষ থেকে ব্লক সভাপতি রতন মালাকার জানান, ‘আমাদের মূল দাবি যত আমানতকারী আছেন যারা বিভিন্ন চিটফান্ড কোম্পানিতে টাকা রেখে সর্বস্বান্ত হয়েছে, সর্বস্ব খুইয়ে যারা বিপদগ্রস্ত হয়ে দিন কাটাচ্ছে আমরা চাই তাদের টাকা কিভাবে ফেরত দেওয়া যায়। রাজ্য এবং কেন্দ্র সরকার দায়িত্ব নিয়ে তাদের টাকাগুলো ফেরত দিয়ে দিক।
এই সমস্ত টাকা যেহেতু আদায় হচ্ছে না সেহেতু যারা কাজ করেছিল বিভিন্ন কোম্পানির এজেন্ট হিসাবে তারা বিভিন্নভাবে আজ আক্রান্ত হচ্ছে। আমরা চাই এর নিষ্পত্তি হোক। সাধারণ মানুষ তাদের টাকা ফেরত পাক।