এসএসসি পরীক্ষার দাবিতে ডিআই অফিসে ডেপুটেশন

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২২ জুলাই:
২০২১ বিধানসভা ভোটের আগে এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগ করার দাবিতে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শিক্ষাদপ্তরে জেলা বিদ্যালয় পরিদর্শককে (মাধ্যমিক) ডেপুটেশন দিয়েছে পশ্চিমবঙ্গ এসএলএসটি ক্যান্ডিডেট এসোসিয়েশন। সংগঠনের তরফে কয়েক দফা দাবি সহ স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। মিছিল করে  ডেপুটেশন দিতে যাওয়ার  অনুমতি পুলিশ না দেওয়ায়  ডিআই অফিস চত্বরে অবস্থান বিক্ষোভের মাধ্যমে প্রতিবাদে সামিল হন প্রায় ১০০ জন বেকার যুবক যুবতী, যাদের যোগ্যতা থাকা সত্ত্বেও পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছেন না।

সংগঠনের মূল দাবি গুলি হলো, ২০২১ বিধানসভা ভোটের আগে নবম-দ্বাদশ নতুন করে বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা, দুর্নীতি মুক্ত প্যানেল তৈরি করা, প্রতিবছর এসএসসি পরীক্ষার ব্যবস্থা করা, আনঅফিসিয়াল গেজেটিয়ারটি পর্যালোচনা করে শুধুমাত্র বিষয়ভিত্তিক পরীক্ষার ব্যবস্থা করতে হবে।

২০২০ এর অগাস্টের মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে, ২০২০ এর ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে৷  সংস্থার তরফে এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন আহ্বায়ক শুভঙ্কর দত্ত,শঙ্কর সামন্ত এবং সৌমী চৌধুরী। ডিআই বিষয়গুলো গুরুত্ব সহকারে শোনেন এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়গুলো জানাবেন বলে সংগঠনকে আশ্বস্ত করেন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত এই বিষয়ে সরকার কোনো সদর্থক পদক্ষেপ না নিলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *