স্কুল খোলার দাবিতে নদিয়ার ডিআই অফিসে ডেপুটেশন মাধ্যমিক শিক্ষা ও শিক্ষাকর্মী সমিতির

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৮ জানুয়ারি: করোনার রেশ কেটে গেলেও স্কুলগুলো কেন চালু হল না, স্কুলগুলোতে কেন শিক্ষার পরিবেশ পুনরায় ফিরিয়ে আনা সম্ভব হল না সেই অভিযোগ সহ একাধিক দাবিতে নদিয়ার ডিআই অফিসে ডেপুটেশন দিল মাধ্যমিক শিক্ষা ও শিক্ষা কর্মী সমিতি।

প্রসঙ্গত, করোনা আবহে দীর্ঘদিন স্কুল কলেজগুলো সব বন্ধ। ছাত্র-ছাত্রীদের পড়াশোনো শিকেয় উঠেছে। পরীক্ষা না দিয়েও সকলকে গড়ে পাশ করিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। ট্রেন বাস থেকে শুরু করে রাজনৈতিক মিটিং মিছিল চলছে করোনা বিধির তোয়াক্কা না করেই। শুধুমাত্র ব্যতিক্রম স্কুল কলেজ গুলো। এখনো স্বাভাবিক হয়নি সেগুলি। এছাড়াও তাদের অভিযোগ, অবসরপ্রাপ্ত শিক্ষকরা রাজ্য সরকার প্রদত্ত রিভার্স পেনশন, ফাইনাল পেনশন, গ্রাচুইটি ঠিকমতন পাচ্ছেন না। প্রায় ১২০০ অবসরপ্রাপ্ত শিক্ষকরা রিভার্স পেনশন গ্রাচুইটি থেকে বঞ্চিত। এছাড়া রোপা ২০১৯ অনুযায়ী টিচার্স ইনচার্জদের টিআইসি অ্যালাউন্স দিতে হবে। কিন্তু অভিযোগ, ডিআই সেটা অনুমোদন করছেন না।

সংগঠনের পক্ষ থেকে সম্পাদক গিরিজা শংকর রায় বলেন, অতিথি শিক্ষক দ্রুততার সঙ্গে নিয়োগ করতে হবে। সরকারি নিয়মে অতিথি শিক্ষক নিয়োগ করতে বললেও কোনও রকম নিয়মের তোয়াক্কা না করে ডিআই অতিথি শিক্ষক নিয়োগ করছেন না। এছাড়া ডিআই অফিসে কাজের অগ্রগতি ফেরাতে হবে, না হলে আমাদের কাজের ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here