কৃষকদের বিভিন্ন দাবিতে জেলাশাসককে ডেপুটেশন

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৭ জুলাই: সুপার সাইক্লোন আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত সমস্ত কৃষককে উপযুক্ত ক্ষতিপূরণ, পরিযায়ী শ্রমিকদের রেশন, জব কার্ড ও কাজের ব্যবস্থার দাবিতে, কৃষি ঋণ মকুব, সার, বীজ, বিদ্যুৎ বিনা পয়সায় দেওয়ার দাবি সহ কয়েক দফা দাবিতে সোমবার সারা ভারত কৃষক ও ক্ষেতমজুর সংগঠন পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখায়। বিক্ষোভের পাশাপাশি ডেপুটেশনও দেওয়া হয়।  উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা সম্পাদক প্রভঞ্জন জানা, সূর্য পড়িয়া প্রমুখ।

প্রভঞ্জন জানা বলেন, অল ইন্ডিয়া কিষাণ ও ক্ষেতমজুর সংগঠনের ডাকে কেন্দ্রর বিজেপি সরকার কর্তৃক কৃষক বিরোধী, জন বিরোধী অত্যাবশ্যকীয় পণ্য আইন ২০২০, কৃষক চুক্তি আইন ২০২০, বিদ্যুৎ আইন ২০২০ বাতিল সহ একাধিক দাবিতে আজ জেলা জুড়ে বিক্ষোভ সংগঠিত হয়েছে। প্রশাসনিক দপ্তরে দাবিগুলি রেখেছি। দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

পাশাপাশি নারায়ণগড় ব্লকের খুড়সি অঞ্চলে কেকেএমএস- এর বিক্ষোভ মিছিল হয়। নেতৃত্ব দেন পশ্চিম মেদিনীপুর জেলার সংগঠনের সভাপতি সূর্য প্রধান, অপূর্ব মাইতি, রবি রানা প্রমুখ। 

দাঁতন ২ ব্লকের জাহালদায় সারা ভারত প্রতিবাদ দিবসে মিছিল করে সংগঠন। নেতৃত্ব দেন জেলা নেতা বলরাম দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *