আমাদের ভারত, হুগলী, ১৩ জুলাই: কোভিড ১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ডেপুটি ম্যাজিস্ট্রেটের। দেবদত্তা রায় নামে ওই মহিলা কয়েকদিন ধরে জ্বর শ্বাসকষ্ট ইত্যাদি উপসর্গ নিয়ে ভুগছিলেন। বাড়ি কলকাতার দমদম এলাকায়।
গত ১ জুলাই থেকে অসুস্থতার কারণে ছুটিতে ছিলেন তিনি। কলকাতায় চিকিৎসাও করানো হচ্ছিল তার। গতকাল অবস্থার অবনতি হওয়ায় তাকে শ্রীরামপুরের শ্রমজীবী হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে সেখানেই তার মৃত্যু হয়। তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এল চন্দননগরে।
তিনি বসতেন চন্দননগর এসডিও অফিসের তিন তলায়। খবর পাওয়ার পর মহাকুমা অফিসে বাইরের কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। প্রশাসনের উদ্যোগে স্যানেটাইজ করা হয়েছে পুরো এলাকা।