রাজ্য কমিটিতে রাখলেও শোভন চ্যাটার্জিকে নিয়ে ফের অস্বস্তিতে বিজেপি

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৮ সেপ্টেম্বর: রাজ্য কমিটিতে রেখেও ফের শোভন চট্টোপাধ্যায়েকে নিয়ে অস্বস্তি বিজেপিতে। মঙ্গলবার বিজেপির রাজ্য কমিটিতে কলকাতার প্রাক্তন মেয়রকে রাখা হয়। তারপরেই শোভন চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, “রাজ্য কমিটিতে রাখার সময় আমাকে কিছু জানানো হয়নি।”

প্রসঙ্গত, মঙ্গলবার বিজেপির পূর্নাঙ্গ রাজ্য কমিটি ঘোষনা হয়। শোভন চ্যাটার্জিকে রাজ্য কমিটিতে রাখা নিয়ে অবশ্য বিজেপির সাধারন সম্পাদক সায়ন্তন বসু বলেন, দল সকল বিধায়ক ও সাংসদকে রাজ্য কমিটিতে রেখেছে। শোভনবাবু নিজে বিধায়ক। তাই ওঁনাকে রাজ্য কমিটিতে রাখা হয়েছে।
রাজ্য কমিটিতে শোভন চট্টোপাধ্যায়কে রাখা হলেও বৈশাখি ব্যানার্জিকে গুরুত্ব দেয়নি রাজ্য বিজেপি। বৈশাখি ব্যানার্জির পরে এসে কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদ জ্যোতির্ময়ী শিকদার রাজ্য কমিটিতে জায়গা পেয়েছেন। প্রাক্তন বাম সাংসদ ইতিমধ্যেই দলে দিলীপ ঘোষের অনুগামী বলে পরিচিত।
দলে বৈশাখির জায়গা নিয়ে রাজ্য ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে অনেক দরকষাকষি করছেন শোভন চট্টোপাধ্যায়। তাঁকে দলে রাখতে আন্তরিক বিজেপির কেন্দ্রীয় নেতারা। শোভন চট্টোপাধ্যায় তা বারবার উপলব্ধি করতে পারছেন। কিন্তুু বৈশাখি ব্যানার্জিকে কোনওমতেই গুরুত্ব দিতে রাজি নয় রাজ্য বিজেপি। তাই এদিনও নতুন রাজ্য কমিটিতে বৈশাখি ব্যানার্জির কোনও জায়গা রাখল না রাজ্য বিজেপি।

শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে রাজ্য বিজেপির দূরত্ব বৈশাখি ব্যানার্জিকে নিয়েই। তাঁর বান্ধবীর দলে জায়গা নিয়ে রাজ্য বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হয়। সেই দূরত্ব মনে হয় আরও বড়লো বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *