সরকার সিদ্ধান্ত নিলেও রায়গঞ্জে বেসরকারি বাস আজও রাস্তায় নামলো না

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৪ জুন: রাজ্য সরকার বেসরকারি যানচলালচলের বিষয়ে সিদ্ধান্ত নিলেও রায়গঞ্জে বেসরকারি বাস আজও রাস্তায় নামলো না। বেসরকারি বাস নামার ক্ষেত্রে মালিকপক্ষ, শ্রমিক পক্ষ একে অন্যের ঘাড়ে দোষ চাপালো।

রাজ্য সরকার বেসরকারি বাস সংগঠনের সঙ্গে বৈঠক করে আজ থেকে রাস্তায় বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছিল। রায়গঞ্জ বাস ওনার্স এসোসিয়েশন সেই সিদ্ধান্তের বিষয়ে শ্রমিক সংগঠনের নেতাদের নিয়ে বৈঠকে বসেন। বৈঠকে শ্রমিক সংঠনের পক্ষ থেকে শ্রমিকদের নিরাপত্তার জন্য প্রত্যেক শ্রমিকের বিমার দাবি জানানো হয়। এছাড়াও বাস শ্রমিকদের পিপিই, হ্যান্ড সেনিটাইজার দেবারও দাবি জানানো হয়। মালিকপক্ষ শ্রমিকদের বিমার করার ক্ষেত্রে কয়েকটি বিমা কোম্পানির সঙ্গে আলোচনা করে। বিমা কোম্পানি মালিকপক্ষের সেই দাবি নাকচ করে দেওয়ায় বেসরকারি বাস রাস্তায় নামাতে পারছেন না বলে জানিয়েছেন মোটর ওনার্স এসোসিশনের সম্পাদক প্লাবন প্রামানিক।

মালিকপক্ষ এই দাবি করলেও তৃণমূল কংগ্রেস প্রভাবিত শ্রমিক সংগঠন এই দাবি মানতে চায়নি। তাদের অভিযোগ, মালিকপক্ষ বাসের লাভলসকে বেশী গুরুত্ব দিচ্ছেন। সরকারি বাস চলাচল শুরু হবার পর বাসের যাত্রী সংখ্যা খুবই কম। ফলে বেসরকারি বাস চলাচল শুরু হলে মালিকরা লোকসানের মুখে পড়বেন। এছাড়াও বেশ কয়েকটি ছোট ছোট বিষয় নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি শ্রমদপ্তরে আওতার মধ্যে পড়ে। তারাই শ্রমিকদের বিমার বিষয়ে পদক্ষেপ করবে বলে আই এন টি টি ইউ সির জেলা সভাপতি অরিন্দম সরকার জানিয়েছেন। তাঁর আশা সমস্ত জটিলতা কাটিয়ে খুব শীঘ্রই বেসরকারি বাস রাস্তায় নামবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *