পুলিশি বাধা সত্বেও ভূমি পূজার অনুষ্ঠান হল গড়বেতায়

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বুধবার অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোকে ঘিরে চরম উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে গোটা রাজ্যে। বিজেপি ও হিন্দু পরিষদের পক্ষ থেকে এই দিন নেওয়া হয় একাধিক কর্মসূচি। কিন্তু মহামারী করোনা ভাইরাসের কারণে রাজ্য সরকারের নির্দেশে সারা রাজ্যে চলছে লকডাউন। তাই তৎপর হয়েছে পুলিশ প্রশাসন। মানুষের জটলা সহ বন্ধ করে দেওয়া হয় সাউন্ড সিস্টেম। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড এলাকায়  এলাকাবাসীকে অযোধ্যার রাম মন্দিরের সরাসরি পুজো অর্চনার ও নানান ধর্মীয় আচার অনুষ্ঠান সাউন্ডের মাধ্যমে শোনানোর উদ্যোগ নেওয়া হয়। পুলিশ প্রশাসনের তৎপরতায় সেই সাউন্ড সিস্টেম বন্ধ করে দেওয়ায় যথেষ্ট ক্ষোভ লক্ষ্য করা গেছে হিন্দু পরিষদের নেতাকর্মীদের মধ্যে।

এই বিষয়ে হিন্দু পরিষদের নেতা পারিজাত চক্রবর্তী বলেন, যেখানে ১৫০টি দেশে সরাসরি সম্প্রচার দেখানো হচ্ছে, আর এখানে পুলিশ প্রশাসনের বক্তব্য এখানে লকডাউন চলছে যার কারণে মাইক চালাতে পারবেন না। তিনি বলেন, আমরা মনে করছি এরাজ্যে হিন্দু দ্বিতীয় শ্রেণির নাগরিক হয়ে গেছে, যার জন্য বারবার বাধার সম্মুখীন হতে হচ্ছে আমাদের। তবে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মাইক বাজিয়ে সাধারণ মানুষকে অযোধ্যার রাম মন্দিরের পূজা অর্চনা থেকে শুরু করে ধর্মীয় রীতিনীতি স্বল্প সাউন্ড মাইক দিয়েই এলাকার মানুষকে শোনানো হয়েছে বলে হিন্দু পরিষদের নেতা পারিজাত চক্রবর্তী দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *