পিংলায় জনসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে ওলন অধিকারী বলে কটাক্ষ দেবাংশুর

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ ফেব্রুয়ারি: আজ পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের মুন্ডুমারিতে তৃণমূলের কংগ্রেসের ডাকা জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারীকে ওলন অধিকারী বলে কটাক্ষ করলেন দেবাংশু ভট্টাচার্য। এদিন তিনি বলেন, নন্দীগ্রামে ভোটের ফলাফল নিয়ে হাইকোর্টে মামলা চলছে যেদিন মামলার রায় বেরবে সেদিন শুভেন্দু অধিকারী আর বিধায়কও থাকবে না আর বিরোধী দলনেতাও থাকবে না। এদিন দেবাংশু বলেন, শুভেন্দু বিজেপিতে গিয়েও ঝুলে আছে, কখনো দিলীপ ঘোষের কাছে গাল খাচ্ছে, আবার কখনো সুকান্তর কাছে গাল খাচ্ছে। তাই শুভেন্দু এখন সবদিক থেকেই ঝুলে আছে, তাই এখন থেকে শুভেন্দুকে ওলন অধিকারী বলা হবে বলে কটাক্ষ করেন।

এদিন পিংলা এবং সবং ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে পিংলা ব্লকের মুণ্ডমারিতে বিশাল জনসভায় পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নি ঘোষ, রাজ্য আইটি সেলের সভাপতি দেবাংশু ভট্টাচার্য, মন্ত্রী তথা সবং বিধানসভার বিধায়ক মানস রঞ্জন ভুঁইঞা, জেলা কো- অডিনেটর তথা পিংলা বিধানসভার বিধায়ক অজিত মাইতি, ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশীষ হুদাইত উপস্থিত ছিলেন। এছাড়া ছিলেন মেদিনীপুর সংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সন্দীপ সিংহ, ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌরভ চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক গীতা রানী ভুঁইঞা, রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক দীপালি সিং সহ শাখা সংগঠনের নেতৃত্ব ও ব্লক ও অঞ্চলের সমস্ত নেতৃত্ব্যবৃন্দ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here