আশিস মন্ডল, রামপুরহাট, ২০ ডিসেম্বর: “মা তারার আশীর্বাদে তারাপীঠের অনেক উন্নয়ন হয়েছে। আগেও হবে”। রবিবার বিকেলে তারাপীঠে পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তবে রাজনীতি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি। ‘বাংলার সরকারকে উপড়ে ফেলুন’। বোলপুর অমিত শাহর এই মন্তব্যে তিনি বলেন, “সব কিছু বিচারধারার বিষয়”। এবারই প্রথম নয়, এর আগেও তারাপীঠে এসেছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তবে মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম পরিবার নিয়ে পুজো দিলেন তিনি। সঙ্গে ছিলেন বাবা প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন, মা, স্ত্রী ও পুত্র।
মুখ্যমন্ত্রীর পুজো করেন মন্দির কমিটির সম্পাদক, সেবাইত ধ্রুব চট্টোপাধ্যায়। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী রাজ্য এবং দেশের মঙ্গল কামনায় পুজো দিলেন। মা’কে একটি লাল তাঁতের শাড়ি, ফুলের মালা, নারকেল, মিষ্টি সহ পুজো দিয়েছেন। মা তারাকে রাজবেশে পুজো দিয়ে সন্তুষ্ট মুখ্যমন্ত্রী”।