নোটের ওপর দেবী লক্ষ্মীর ছবি ছাপা হলে ফিরবে দেশের অর্থনীতির হাল: দাবি বিজেপি সাংসদের

আমাদের ভারত: ১৬ জানুয়ারি:নোটের ওপর যদি দেবী লক্ষ্মীর ছবি ছাপানো যায়, তাহলে ফিরবে ভারতীয় অর্থনীতির হাল। এমনটাই মনে করেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। তিনি দেশের নোটের ওপর মালক্ষ্মীর ছবি ছাপাতে যথেষ্ট আগ্রহী। এক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন। তার দাবি নোটে লক্ষ্মীর ছবি থাকলে ফিরবে অর্থনীতির হাল।

মধ্যপ্রদেশের খান্ডওয়াতে “স্বামী বিবেকানন্দ ব্যাখ্যা মালা” শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন তিনি। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন সুব্রহ্মণ্যম স্বামী। ইন্দোনেশিয়ান নোটের ওপর রয়েছে গণেশের ছবি। সেই বিষয়টি নিয়ে সুব্রহ্মণ্যম স্বামীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, নোটে ভগবানের ছবি দেওয়ার পক্ষেই আমি। যদিও এই প্রশ্নের সঠিক জবাব দিতে পারবেন প্রধানমন্ত্রী। ভগবান গণেশ বাধাবিঘ্ন দূর করে। আমি বলব নোটের উপর দেবী লক্ষ্মীর ছবি থাকলে ভারতীয় অর্থনীতির অবস্থা অনেকটাই উন্নত হবে। আর এতে কারোর খারাপ লাগার কথা নয়। ”

এদিন সিএএ-র বিরোধিতার প্রশ্নে তিনি বলেন, “নাগরিকত্ব সংশোধনী আইন কংগ্রেস ও মহাত্মা গান্ধীও চেয়ে ছিলেন। মনমোহন সিং সংসদে দাঁড়িয়ে ২০০৩ সালে এটার জন্য অনুরোধ করেছিলেন। তা আমরা দেখেছি। অথচ এখন তারা সিএএ মানতে চাইছেন না। তারা বলছেন আমরা পাকিস্তানের মুসলিমদের প্রতি অবিচার করেছি। কি অবিচার হয়েছে? পাকিস্তানের মুসলিমরা এদেশে আসতে চায় না। তাদের আমরা নিশ্চয়ই তাদের করতে পারি না।”

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here