সাথী দাস, পুরুলিয়া, ২০ জুলাই: শ্রাবণ মাসের প্রথম সোমবার হাজার ভক্তের সমাগম ঘটতো ভোর থেকেই। পূজার আনুষঙ্গিক উপকরণের মন্দির সংলগ্ন দোকানগুলিতে বেচাকেনা চলত। করোনা আবহ আর মন্দির পরিচালন সমিতির সিদ্ধান্তে বদলে গিয়েছে শত প্রাচীন পরম্পরা। নির্জন, ভক্ত শূন্য পুরুলিয়া জেলার জাগ্রত মহাদিদেব শিব মন্দির।
করোনার প্রকোপ চলে যাচ্ছে নিয়ন্ত্রণের বাইরে। দীর্ঘ লকডাউনের অস্বস্তি কাটাতে সরকার কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেয়। সেই ছাড়কে কাজে লাগিয়ে মানুষ হয়েছে বেপরোয়া। তারই প্রভাবে সর্বত্র লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। আতঙ্কের বাতাবরণ তৈরী হয়েছে সর্বত্র। এদিকে হিন্দুদের ধার্মিক মাস শ্রাবণ শুরু হল। রাজ্য সরকার ঘোষিত পাঁচ জনের বেশি ভক্ত মন্দিরে ঢোকানো যাবে না। এমন নির্দেশ মানবে তো ভক্তরা। দুশ্চিন্তায় বাঘমুন্ডি থানার লহরিয়া শিব মন্দির কমিটি।
কমিটির সম্পাদক সুভাষ চন্দ্র মাহাত জানান প্রতি বছর শ্রাবণ মাসে পূজা দিতে লক্ষাধিক ধর্মপ্রাণ মানুষের হয় সমাগম। এবছর করোনা বিপর্যয়ে হয়তো একটু কম হতে পারে। তবু কি সরকারী নির্দেশ মেনে সামলানো যাবে পূজা। অবশেষে সম্পূর্ণ শ্রাবণ মাসে লহরিয়া শিব মন্দিরে পূজা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কমিটি।
সুভাষ বাবু বলেন, করোনা সংক্রমণের চেন ভাঙতেই এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।