আমাদের ভারত, ৭ জুন: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচির কারণে পাণ্ডুয়াতে পুলিশ আগাম ঘোষণা করেছে সেই সময় রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে। কোন আইনে রাজ্যের পুলিশ এই ধরণের ঘোষণা করতে পারে তাই নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ, সাধারণ মানুষের নিরাপত্তা বা অসুবিধা কোনো কিছু নিয়েই বিন্দুমাত্র ভাবে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।
নিজের টুইটার অ্যাকাউন্টে দুটি ভিডিও পোস্ট করেছেন বিজেপির রাজ্য সভাপতি। তাতে দেখা যাচ্ছে টোটোতে চেপে ঘোষণা করা হচ্ছে আগামী কাল বিকেল ৪টে থেকে রাস্তায় টোটো রিক্সা বাইক চলাচল সব বন্ধ থাকবে। ভিডিও পোস্ট করে সুকান্ত দাবি করেছেন, পান্ডুয়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করবেন বলে পুলিশ এই ঘোষণা করছে। পুলিশকে তিনি রাজ পেয়াদা বলে কটাক্ষ করেছেন।
খোকাবাবু আজ পান্ডুয়াতে তাই রাস্তায় যানচলাচল বন্ধ।রাজ পেয়াদারা সবাই ব্যস্ত খোকাবাবুকে সুরক্ষা দিতে।রাজ্য জুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে চলছে খোকাবাবুর মঞ্চের প্রস্তুতি।সাধারণ মানুষের নিরাপত্তা,অসুবিধা নিয়ে সরকার ভাবিত নয়।
যায় যদি যাক প্রাণ হীরকের রানী ও তাঁর পরিবার ভগবান। pic.twitter.com/bK5NFPEJ8h— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) June 7, 2023
অন্যদিকে মু্খ্যমন্ত্রীকে হীরক রাণী বলে সম্বোধন করেছেন। তিনি লিখেছেন, “খোকাবাবু আজ পান্ডুয়াতে, তাই রাস্তায় যান চলাচল বন্ধ। রাজ পেয়াদারা সবাই ব্যস্ত খোকাবাবুকে সুরক্ষা দিতে। রাজ্যজুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে চলছে খোকাবাবুর মঞ্চের প্রস্তুতি। সাধারণ মানুষের নিরাপত্তার অসুবিধা নিয়ে সরকার ভাবিত নয়। যায় যদি যাক প্রাণ হীরকের রানীও তার পরিবার ভগবান।”