
নোবেল করোনার বা কবিড-১৯-এ আতঙ্কিত গোটা বিশ্ব। ১৬০টি দেশেনিজের কড়াল থাবা বসিয়েছে করোনা। এখনো পর্যন্ত করোনার জন্য কোন ওষুধ তৈরি হয়নি। তবে এই সবকিছুর মাঝে যে প্রসঙ্গটি প্রচন্ড ঘুরপাক খাচ্ছে মানুষের মধ্যে, তা হচ্ছে গরম পড়লে করোনার দাপট সহজেইকমে যাবে। কিন্তু সত্যিই কি তাই? কি বলছেন গবেষকরা
বহু জায়গায় শোনা যাচ্ছে যে তাপমাত্রা সঙ্গে সম্পর্ক রয়েছে করোনা সংক্রমণের। বলা হচ্ছে তাপমাত্রা বাড়লে করোনার প্রকোপ বাড়বে। একথা কতটা ঠিক তা নিয়ে নিজেদের মতামত দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে যে পরিসংখ্যান ও তথ্য পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে যে তাপমাত্রা বৃদ্ধি কিংবা কমে যাওয়ার সঙ্গে করোনার কোন সম্পর্ক নেই। আর যদি সম্পর্ক থেকেও থাকে তাহলে তার যুক্তিগ্রাহ্য প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
জানুয়ারি মাস থেকে ভারত প্রস্তুতি শুরু করেছিল করোনা মোকাবিলায়। গত বছর ডিসেম্বরে চিনে প্রথম করোনার প্রকোপ দেখা গিয়েছিল তখন থেকেই ব্যবস্থা নিতে শুরু করে ভারত। তবে পরিসংখ্যান বলছে যে সমস্ত দেশে ১০০ জন আক্রান্ত হয়েছে সেখানে অত্যন্ত দ্রুততার সঙ্গে এই রোগ ছড়িয়ে পড়ছে। আর সেই জন্যই উচিত যে কোনো রকমের জমায়েত উপেক্ষা করা।
অন্য দেশ থেকে ফিরে আসা মানুষের সঙ্গে প্রথম ১৪ দিন দূরত্ব বজায় রাখা আপাতত দেশের মানুষের জন্য অত্যন্ত জরুরী। ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চের কর্তারা বলেছেন করোনা মোকাবিলায় তারা তৈরি। এই প্রতিষ্ঠানই ভারতে করোনা টেস্ট করছে।তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১২৫ ও মৃত্যু হয়েছে তিনজনের।