
আমাদের ভারত, ১৬ মে: ভয় নেই? মুসলিম মহিলাকে নিয়ে কেন রাস্তায় বেরিয়েছিস? এই অপরাধে ভরা বাজারে গণপিটুনি দেওয়া হলো দুই হিন্দু যুবককে। মেরঠ ও পাটনার দুই পৃথক ঘটনায় নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়।
প্রথম ঘটনা উত্তর প্রদেশের মেরঠে দুই মুসলিম মহিলাকে নিয়ে বাজারে এসেছিলেন এক হিন্দু যুবক। এই অপরাধে ৩-৪ জন মিলে প্রকাশ্যে তাকে বেধড়ক মারধর করে। সিসিটিভি ফুটেছে দেখা গেছে আচমকাই জনা পনেরো মুসলিম যুবক ওই হিন্দু যুবক ও তার সঙ্গে থাকা দুই মহিলাকে ঘিরে ফেলে উত্তক্ত করতে থাকে। পরে কয়েকটি ছেলে ওই হিন্দু যুবককে মারতে শুরু করে।
পুলিশ জানিয়েছে, মেরঠের ভগৎ সিং মার্কেট এলাকার এই ঘটনায় রোহিত নামে এক হিন্দু যুবককে মারধর করা হয়েছে। ধর্মীয় বিদ্বেষের কারণেই এই মারধর করা হয়েছে। আক্রমণকারীরা সকলেই মুসলিম। পুলিশ জানিয়েছে মূল অভিযুক্তের নাম মহম্মদ তানভির। সে স্থানীয় দোকানের কর্মী। তাকে গ্রেফতার করা হয়েছে। মার খাওয়া যুবকের সঙ্গে থাকা দুই মহিলা তিনজনই কাছাকাছি একটি কারখানা শ্রমিক। তারা এক বন্ধুর জন্মদিন উপলক্ষে স্থানীয় বাজারে এসেছিলেন কেনাকাটা করতে। ওই বাজারে হঠাৎই দেখা হয়ে যায় মহিলাদের পরিচিত বেশ কিছু মুসলিম লোকজনের সঙ্গে। তারাই হঠাৎ একসঙ্গে আক্রমণ করেন তাদের।
অন্যদিকে বিহারের রাজধানী পাটনার একটি বাজারে থানা থেকে অনতি দূরে একটি হিন্দু যুবকের বাইকে তার সঙ্গে পাঠরতা এক মুসলিম যুবতী আসছিল। তখনই তাদের ঘেরাও করে ওই হিন্দু যুবককে মারধর করে একদল মুসলিম যুবক। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, লাল গেঞ্জি পরা এক যুবক বাইক নিয়ে দাঁড়িয়ে আছেন তার পিছনে বসে আছেন এক যুবতী যে বোরখা পড়ে আছে।এরপরই সেখানে একদল যুবক আসে। প্রথমে ওই যুবককে বলা হয়, বাইকটি রাস্তার পাশে দাঁড় করাতে। ততক্ষণে যুবতী বাইক থেকে নেমে যায়। যুবক বাইক থেকে নামতেই তাকে ঘিরে ধরে দুষ্কৃতি যুবকরা। মৌখিকভাবে প্রথমে শাসাতে শাসাতে বলা হয়, “কিরে তোর লজ্জা করে না? তুই হিন্দু হয়ে মুসলিম মেয়ের সঙ্গে প্রেম করছিস। ভয় করে না তোর?” এরপরই শুরু হয় চড় থাপ্পড়। এলোপাথাড়িভাবে যুবককে মারধর করা হয়। কোনোভাবে ওই যুবক নিজেকে বাঁচানোর চেষ্টা করলেও লাভ হয়নি। বেধড়ক মারের সঙ্গে চলতে থাকে নোংরা ভাষায় গালিগালাজ। দেওয়া হয় হুমকি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে প্রশ্ন উঠেছে থানার সামনে এই ঘটনা ঘটলেও পুলিশ কেন তখনই পদক্ষেপ করল না?