
স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৫ মার্চ:
দিদি প্রথমে নিজের গায়ের ময়লা পরিষ্কার করুন, তারপরে দিল্লির সম্বন্ধে বলতে আসবেন। নিজের দলের ছয় মন্ত্রী ঘুষ নিয়ে বসে আছেন। প্রথমে সেগুলো তদন্ত করুন। বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগরে একটি দলীয় সমাবেশে রাজ্যের শাসক দলকে এই ভাষাতেই আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের বিজেপি পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।
উল্লেখ্য, নদিয়া উত্তর এবং দক্ষিণ মুর্শিদাবাদ উত্তর এবং দক্ষিণ জেলা মন্ডল সভাপতিদের নিয়ে একটি কর্মী প্রশিক্ষণ সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা মুকুল রায় এবং বিজেপি পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় সহ বিজেপির জেলা সভাপতিরা। সেখানেই রাজ্যের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি থেকে করোনা ভাইরাস ছড়ানোর দাবি প্রসঙ্গে তিনি বলেন, এ রাজ্যের শাসক দল হিংসার রাজনীতি করছে, তার দলের নেতা মন্ত্রীরা দিতে গিয়ে ধরা পড়ছেন, তিনি আগে নিজের দলটাকে পরিষ্কার করুন তারপর দিল্লির দিকে আংগুল দেখাবেন।