
অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৮ জানুয়ারি: ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুর এলাকায় শনিবার বিজেপির জেলা কার্যালয়ে কার্যকারিণী সভার আয়োজন করা হয়। দলীয় পতাকা উত্তোলন করে ওই সভার সূচনা করেন বিজেপির ঝাড়গ্রাম জেলার সভাপতি তুফান মাহাতো। বিজেপির কার্যকারণী সভায় উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি তুফান মাহাতো, সাংসদ কুনার হেমব্রম, বিজেপির রাজ্য সম্পাদিকা সোনালী মুর্মু ও বিজেপির রাজ্য নেত্রী আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল সহ আরো অনেকে।
এই সভায় যোগ দিয়ে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বলেন, লোকসভা নির্বাচন নিয়ে এখন আমরা ভাবছি না। এখন পঞ্চায়েত নির্বাচন সামনে, তাই পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে এই সভায়।সেই সঙ্গে তিনি বলেন, দিদি দূত না ভূত পাঠিয়েছে। তারা কি যাবে যে চাকরি প্রার্থীরা আন্দোলন করে রাস্তায় বসে মার খাচ্ছে তাদের কাছে? এই ভূতরা কি যাবে বগটুই কাণ্ডে নিহতদের পরিবারের কাছে? সেই সঙ্গে তৃণমূল সরকারকে দুর্নীতির সরকার বলে তিনি তীব্র ভাষায় কটাক্ষ করেন।