করোনার সংক্রমণ আটকাতে বন্ধ করে দেওয়া হচ্ছে দিঘা মোহনার মাছের নিলাম কেন্দ্র

আমাদের ভারত, দিঘা, ২১ মার্চ: করোনার সংক্রমণ আটকাতে বন্ধ করে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ তথা পূর্ব ভারতের সর্ববৃহৎ সামুদ্রিক মাছের নিলাম কেন্দ্র। করোনার জন্য পূর্ব ভারতের সব থেকে বড় সামুদ্রিক মাছের নিলাম কেন্দ্র দিঘা মোহনা মার্কেট বন্ধ করে দেওয়া হল। আগামী কাল থেকে এই কেন্দ্র বন্ধ করার নির্দেশ জারি করলো সংস্থা। দিঘা ফিসারম্যান অ্যান্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিঘা মোহনা মার্কেট মূলত সামুদ্রিক মাছ নিলামের পূর্ব ভারতের সব থেকে বড় কেন্দ্র। বাংলার পাশাপাশি ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও গুজরাট থেকে মাছ এই নিলাম হওয়ার জন্য আসে। এখান থেকেই সামুদ্রিক মাছ চিন ও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হয়। করোনার কারণে এই সব দেশে মাছ রপ্তানি বন্ধ হয়ে গিয়েছে। ফলে মাছের দাম হু হু করে কমছিল। গত একমাসে প্রায় ৫০ কোটি টাকা ক্ষতি হয়েছে নিলাম কেন্দ্রে।

দিঘা মোহনার মাছ নিলাম কেন্দ্রে প্রতিদিন ছোট বড়ো মিলিয়ে প্রায় ১৫০০ টি ট্রলারের মাছ নিলামের জন্য আসে। এর পাশাপাশি ওড়িষা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, গুজরাটের মাছ আসে। এই বন্ধের ফলে কয়েক হাজার পরিবার আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। তবে আর্থিক ক্ষতি হলেও জীবন বাঁচাতে সবাই তা মেনে নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *