বাণিজ্য সম্মেলনের জন্য সেজে উঠছে দিঘা

আমাদের ভারত, দিঘা, ১০ ডিসেম্বর : বাংলায় বিনিয়োগ টানার লক্ষ্যে দু’দিনের বেঙ্গল বিজনেস কনক্লেভ অনুষ্ঠিত হতে চলেছে সমুদ্র শহর দিঘায়। দেশ-বিদেশের শিল্পপতিদের নিয়ে দিঘা কনভেনশন সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১১ ও ১২ই ডিসেম্বর। সেই উপলক্ষে চলছে জোরদার প্রস্তুতি। সেজে উঠছে দিঘা।

রাজ্যে বিনিয়োগ টানতে রাজ্য সরকারের শিল্প-বাণিজ্য দপ্তরের উদ্যোগে দিঘায় অনুষ্ঠিত হতে চলেছে বাংলা বাণিজ্য সম্মেলন। সম্মেলনের শুভ উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১১ ও ১২ই ডিসেম্বর এই বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে নবনির্মিত দিঘা কনভেনশন সেন্টারে। কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পাশাপাশি ভারী শিল্পের বিনিয়োগও চাইছে রাজ্য সরকার। সেই বিনিয়োগের লক্ষ্যে এবং রাজ্যে আরো বেশি কর্মসংস্থানের লক্ষ্যে দুদিনের এই সম্মেলন আয়োজন করা হয়েছে। দেশ-বিদেশের বহু শিল্পপতি এই সম্মেলনে উপস্থিত থাকবেন। সেই উপলক্ষে এখন সাজ সাজ রব সৈকত শহর দিঘায়। সেজে উঠছে দিঘা কনভেনশন সেন্টার, যেখানে অনুষ্ঠিত হবে এই সম্মেলন।

চা থেকে শুরু করে ফল আনাজ, বিদ্যুৎ থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা যে সব বিষয়ে বাংলা এগিয়ে তা তুলে ধরা হয়েছে কনভেনশন সেন্টারের দেওয়ালে। তৈরি হয়েছে বেশ কিছু অস্থায়ী তাঁবু। এছাড়াও সেজে উঠছে যাত্রা নালা পার্কের সাংস্কৃতিক মঞ্চ। জাহাজের আদলে তৈরি হচ্ছে সাংস্কৃতিক মঞ্চ। পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে গোটা সৈকত। রাস্তার ধারে ফুটপাত দখল করে যে সকল দোকান বাজার ছিল তা ইতিমধ্যেই সরিয়ে ফেলা হয়েছে। রাস্তার ওপর আলপনা দেওয়া হয়েছে। বার বার পুরো প্রস্তুতি খতিয়ে দেখছেন পুলিশ ও প্রশাসনের বিভিন্ন আধিকারিকগণ। আগামীকাল সকাল থেকে বাণিজ্য সম্মেলনের শুরু।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here