পুরীর জগন্নাথ দর্শন নিয়ে মমতার বিরুদ্ধে রাজনীতির অভিযোগ আনলেন দিলীপ ঘোষ

আমাদের ভারত, কলকাতা, ২৭ ফেব্রুয়ারি: পুরীতে জগন্নাথ দর্শন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার কলকাতায় বিজেপির রাজ্য সভাপতি বলেন, ঠাকুর দর্শনের নামে রাজনীতি করাটা ঠিক নয়। প্রসঙ্গত, বুধবার পুরির মন্দির দর্শনে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর দেশের মানুষের মঙ্গল কামনায় পুজো দিয়েছিলেন। সেই প্রসঙ্গেই বিজেপির রাজ্য সভাপতি বলেন, মুখ্যমন্ত্রী ঠাকুর দর্শন করতে গিয়েছেন এতে আমার কিছু বলার নেই। আমি কয়েকদিন আগে ঠাকুর দর্শন করতে গিয়েছিলাম। কিন্তু সেখানে গিয়ে কোনও রাজনীতি করিনি বলে জানান দিলীপ ঘোষ। এরপরেই মমতার ওড়িশা সফর নিয়ে কটাক্ষ করেন তিনি। দিলীপ ঘোষ বলেন, ওড়িশাতে হয়তো সবকিছু দেখতে গিয়েছেন। যখন, তখন সিবিআই আবার তৃণমূল নেতা মন্ত্রীদের ডাকতে পারেন। তাই আগে থাকতেই মুখ্যমন্ত্রী সবকিছুর ব্যাবস্থা করতে গিয়েছেন বলে জানান বিজেপির রাজ্য সভাপতি। ওড়িশা ঠিক আছে কি না তাও মুখ্যমন্ত্রী দেখতে গিয়েছেন বলে জানান দিলীপ ঘোষ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here