আমফানের ক্ষতিগ্রস্থদের বাড়ি সারাইয়ের টাকা দেওয়া নিয়ে তৃণমূলের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ আনলেন দিলীপ ঘোষ

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৪ জুন: আমফানের তান্ডবে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের টাকা নিয়ে রাজ্যের বিরুদ্ধে নয়ছয়ের অভিযোগ আনলেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সল্টলেকে বিজেপির রাজ্য সভাপতি জানান, রাজ্য সরকার বলেছিল আমফানের তান্ডবে বাড়ি ভাঙ্গার জন্য রাজ্য সরকার ২০ হাজার টাকা করে দেবে। কিন্তু সেই টাকা কাদের দেওয়া হচ্ছে তা রাজ্যের কাছে জানতে চান দিলীপ ঘোষ। এরপরেই তিনি অভিযোগ করেন, দাঁতনে ২৭১ জনকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। তারমধ্যে এতজনের মাত্র বাড়ি ভেঙ্গেছে। সব পার্টির লেকদের পেট ভরাবার জন্য তৃণমূল টাকা দিচ্ছে বলে ফের রাজ্যের বিরুদ্ধে সরব হলেন মেদিনীপুরের বিজেপি সাংসদ।

এরপরেই তিনি বলেন, আমি আগেই ক্ষতিগ্রস্থদের টাকা সরাসরি ব্যাঙ্ক আ্যাকাউন্টে দেবার কথা বলেছিলাম। ফের সেই দাবি কেন্দ্রীয় সরকারের কাছে রাখছি। তাহলেই আমফানের দুর্গতরা প্রকৃত সাহায্য পাবেন। মানুষ এখনও ত্রাণ না পেয়ে হাহাকার করছে। সুন্দরবনের বহু এলাকায় বিজেপি কর্মীরা পলিথিন নিয়ে গিয়েছেন। আমি নিজে ৩০ হাজার পলিথিন পাঠিয়েছি। বিজেপি কর্মীরা হাঁটু জল নিয়ে সেই ত্রাণ সহ পলিথিন পৌছে দিয়েছে বলে জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাশাপশি রাজ্যের কাছে আমফানের তান্ডবে কত ক্ষতিপূরণ হয়েছে তার তথ্য জানানোর দাবি করেন। তবে তা মুখে নয়, কত বাড়ি ভেঙ্গেছে, কত টাকার ফসল নষ্ট হয়েছে, বিদ্যুতের খুঁটির উপরে কত টাকা নষ্ট হয়েছে, সব তথ্য সহকারে রাজ্য সরকার মানুষকে জানানো হোক।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here