নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৩ জুন: ২০২১–এ পরিবর্তনের জন্য রাজ্যের যুবকদের কাছে আবেদন করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যুবকদের কাছে এক বছরের জন্য সময় দেবার আবেন করলেন তিনি। মঙ্গলবার দলের রাজ্য সদর দফতরের সামনে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করে এই আবেদন জানান তিনি।
দিলীপ ঘোষ বলেন, রাজ্যের বেকার যুবকরা পেটের জন্য জন্য বাইরের রাজ্যে চান। সেখানে বেশিরভাগ মানুষ লেবারের কাজ করেন। আগে বাংলাতে মানুষ আসতো লেবারের কাজ করতে। তাহলে বাংলার ছেলেদের কেন বাইরে যেতেহচ্ছে? এই বিষয়টা আমি বাংলার যুবকদের কাছে ভাবার অনুরোধ করছি। আসুন আমরা সবাই মিলে শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা গড়ি। আর মাত্র একবছর। সবাই মিলে একটু সময় দিই। তিনি রাজ্যের যুবকদের কাছে আগামী এক বছর সময় দেওয়ার আবেদন করেন বলেন, আসুন জীবনের মূল্যবান সময় একটা বছর দিই, তাহলে আমরা রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, শ্যামাপ্রসাদের বাংলা করতে পারব। তাহলেই বাংলার পরিবর্তন হবে। আর বিজেপির হাত দিয়ে পরিবর্তন হলে তবেই বাংলার হাল ফিরবে বলে জানান দিলীপ ঘোষ। পাশাপাশি শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান যাতে ব্যর্থ না হয় তারজন্যই রাজ্যের মানুষের কাছে আহ্বয়ান জানান রাজ্য বিজেপির সভাপতি।