ট্রাম্পের ভারত সফরে বিক্ষোভের জন্য বামেদের আক্রমন করলেন দিলীপ ঘোষ

আমাদের ভারত, কলকাতা, ২৪ ফেব্রুয়ারি: ট্রাম্পের ভারত সফরে বিক্ষোভের জন্য বামেদের আক্রমন করলেন দিলীপ ঘোষ। সোমবার সল্টলেকে বিজেপির রাজ্য সভাপতি বলেন, আমেরিকার সঙ্গে ভারতের সুসম্পর্ক হবার সময় বামেরা বাধা দেয়। এবারও তার ব্যাতিক্রম হয়নি বলে মনে করেন তিনি। তবে বামেদের এমন নীতির জন্য মানুষ তাদের পাশ থেকে সরে গিয়েছে। তার জন্যই বামেরা এখন সাইনবোর্ডে পরিণত হয়েছে বলে জানান বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, কলকাতায় বামেদের মার্কিন দূতাবাসের সামনে এমন বিক্ষোভ কর্মসূচি নিয়ে আমরা চিন্তিত নই। সবার আন্দোলন করার অধিকার রয়েছে। তাই তারাও আন্দোলন করেছে বলে জানান বিজেপির রাজ্য সভাপতি।

পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, রাজ্যের আইনশৃঙ্খা বলতে কিছু নেই। রবিবার জলপাইগুড়িতে বিজেপি কর্মীদের বাড়িতে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ করেন দিলীপ ঘোষ। পুলিশকে অভিযোগ করা সত্বেও পুলিশ কোনও ব্যাবস্থা গ্রহণ করেনি বলে জানান তিনি। দলের সাংসদ জয়ন্ত রায় ঘটনাস্থলে গেলে তাকেও পুলিশ যেতে দেয় ্নি বলে অভিযোগ করেন বিজেপির রাজ্য সভাপতি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here