ছত্রধর মাহাতোকে বিজেপিতে আহ্বান দিলীপ ঘোষের

জে মাহাতো, ঝাড়গ্রাম, ২৪ নভেম্বর:
গোপীবল্লভপুরে জগদ্ধাত্রী পূজার অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর সমালোচনা করার পাশাপাশি ছত্রধর মাহাতোকে বিজেপিতে আসার আমন্ত্রণ জানালেনl দিলীপ ঘোষ বলেন, ছত্রধর মাহাতো লালগড়ের ছেলেl সে কোনোদিন অস্ত্র ধরেছিল বলে শুনিনি। ভোটের জন্য তাঁর বাইকে চেপে মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলে ঘুরে বেরিয়েছেনl সেই ছত্রধরকেই অসংখ্য মামলা দিয়ে জেলে পুরে দেওয়া হয়েছিল। তাকে দশ বছর জেলের ভাত খেতে হয়েছেl এখন তৃণমূলের ডামাডোল অবস্থা চলছেl জঙ্গলমহলে গত পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি হয়েছেl তাই দলকে বাঁচানোর মরিয়া চেষ্টা হিসেবে ছত্রধর মাহাতোকে জেল থেকে বের করে এনেছেন মাননীয়া মুখ্যমন্ত্রীl

দিলীপ ঘোষ বলেন, জেলের যন্ত্রণা ভোলানোর জন্য তাঁকে ও তাঁর পরিবারকে চাকরি এবং বিভিন্ন পদ দেওয়া হয়েছেl মুখ্যমন্ত্রী ছত্রধর মাহাতোকে এসব দিয়ে যদি ভেবে থাকেন,  জঙ্গলমহলের সাঁওতাল ও মাহাতোরা তৃণমূলে চলে আসবে, তাহলে ছত্রধর মাহাতো এবং মুখ্যমন্ত্রী দুজনেই ভুল ভাবছেনl মুখ্যমন্ত্রী সবসময় বলতেন, পাহাড় ও জঙ্গলমহল হাসছেl কিন্তু কি দেখা গেল, জঙ্গলমহল এবং পাহাড় থেকেই তৃণমূলের ধ্বংস শুরু হয়েছেl গত আট বছর ধরে পাহাড় ও জঙ্গলমহলের মানুষকে ভুল বুঝিয়ে ভোট নেওয়া বন্ধ করেছে বিজেপিl তৃণমূল জঙ্গলমহলে বাঁচার জন্য যেমন ছত্রধর মাহাতোকে জাপ্টে ধরেছে তেমনি পাহাড়ে হাত মিলিয়েছে বিমল গুরুংয়ের সঙ্গেl কিন্তু তাতে পাহাড় এবং জঙ্গলমহল কোনটাই রক্ষা হবে না।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here