দিনভর হোলি উৎসবে মাতলেন দিলীপ ঘোষ 

আমাদের ভারত, মেদিনীপুর, ১০ মার্চ: বসন্ত উৎসবের দ্বিতীয় দিন মঙ্গলবার হোলি উৎসবে মেতে উঠলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। উৎসবের আবহে খড়গপুর, নারায়ণগড়, বেলদা, খাকুড়দা, ষাউরি ও জাহালদাতে গিয়ে তিনি এলাকার সাধারণ মানুষের সঙ্গে দেখা করেন এবং আবির মাখিয়ে মিষ্টিমুখ করান। সোমবারও তিনি খড়গপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে এলাকাবাসীদের সঙ্গে হোলি উৎসবে যোগ দেন।

রাত্রিবেলায় ন্যাড়াপোড়া বা হোলি দহন অনুষ্ঠানে যান। এরপর মঙ্গলবার সকাল থেকে নারায়ণগড়, বেলদা, খাকুড়দা, ষাউরি ও জাহালদাতে এসে দলীয় কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মিলিত হয়ে তাদের মুখে গালে আবির লাগিয়ে মিষ্টি মুখ করান। বেলদা বাসস্ট্যান্ডে  একটি দোল উৎসব কমিটির পুজো মণ্ডপে গিয়ে রাধাকৃষ্ণের মূর্তির সামনে আরাধনা করেন। দুপুরে খড়গপুর রেল শহরের বাংলোতে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে হোলি খেলেছেন দিলীপ ঘোষ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here