সুন্দরবনের নদীবাঁধ তৈরিতে কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি করলেন দিলীপ ঘোষ

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৬ জুন:
সুন্দরবনের নদীবাঁধ তৈরিতে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার শহরের একটি বেসরকারি পাঁচতারা হোটেলে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন বিজেপির রাজ্য সভাপতি। হোটেল ছাড়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই দাবি করেন তিনি।

প্রসঙ্গত, রাজ্যে আমফানের ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করতে রাজ্যে এসেছে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল। সেই দলের সঙ্গে এদিন দেখা করেন দিলীপ ঘোষ সহ রাজ্য বিজেপির একপ্রতিনিধি দল। দিলীপ ঘোষ জানান,
সুন্দরবনে পাকাপাকি ভাবে নদীবাঁধ হওয়া দরকার। না হলে প্রাকৃতিক বিপর্যয়ে নদীবাঁধ প্রতিনিয়ত ভাঙ্গে। আর তাতে অনেক মানুষের সর্বনাশ হয়। তারপরেই নাম না করে তৃণমূলকে আক্রমন করে তিনি বলেন, কিছু লোকের অবশ্য সুন্দরবনে প্রাকৃতিক বিপর্যয় হলে পৌষমাস হচ্ছে। সুন্দরবনের মানুষকে রক্ষা করতে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে পাকাপাকি ভাবে নদীবাঁধ তৈরি করতে হবে। তাহলেই সুন্দরবনের ভালো নদীবাঁধ তৈরি হবে।

তারসঙ্গে আমফানের তান্ডবে ক্ষতিগ্রস্থদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা দেবার দাবি কেন্দ্রীয় প্রতিনিধি দলের কাছে রেখেছেন বিজেপির রাজ্য সভাপতি।
আমফানের ক্ষয়ক্ষতির টাকা সঠিক মানুষের কাছে যে পৌচ্ছাচ্ছে না তাও কেন্দ্রীয় প্রতিনিধি দলের কাছে অভিযোগ করেন তিনি। এছাড়াও কয়েকজন বিডিও ও এসডিওর নামে কেন্দ্রীয় প্রতিনিধি দলের কাছে নালিশ জানিয়েছেন বিজেপি প্রতিনিধি দলের সদস্যরা। মানুষ সরাসরি প্রশাসনের কাছে ক্ষতিপূরণের জন্য আবেদন করলে প্রশাসন তা নিচ্ছে না বলেও কেন্দ্রীয় প্রনিনিধি দলকে জানিয়েছেন বিজেপি নেতারা। এদিন দিলীপ ঘোষ ছাড়াও কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার ও রাজু ব্যানার্জি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here