দিলীপ ঘোষ এখন হারাধন ঘোষে পরিণত হয়েছে: শুভেন্দু অধিকারী

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৬ জানুয়ারি: সিএএ ও এনআরসি বিরোধি মঞ্চে দাঁড়িয়ে রাজ্যে বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে হারাধন ঘোষ বলে বিদ্রুপ করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে আয়োজিত এই মিছিল থেকে কাঁথির মানুষকে তিনি আশ্বস্ত করেন যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন ততদিন রাজ্যে এনআরসি হবে না। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে এনআরসি ও সিএএ বিরোধি মিছিল করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। শহরের মেচেদা বাইপাস থেকে শুরু করে পুরো শহর পরিক্রমার পর মিছিল শেষ হয় কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে।

পরিক্রমার শেষে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, যতদিন রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ততদিন এনআরসি হবে না। সিএএ হবে না। আপনারা আশ্বস্ত থাকতে পারেন। প্রতিবাদের নামে রাজ্যে ট্রেন পোড়ানো, বাস ভাঙ্গার সমালোচনাও করেন তিনি। এরপরই ডিসেম্বরের শেষ সপ্তাহে এনআরসি ও সিএএর সমর্থনে কাঁথি শহরে দিলীপ ঘোষের কর্মসূচি প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতিকে আক্রমণ করেন তিনি। খড়গপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপির পরাজয় নিয়ে দিলীপ ঘোষ কে কটাক্ষ করে তিনি বলেন, দিলীপ ঘোষ এখন হারাধন ঘোষে পরিণত হয়েছে। কাঁথিতে এসে কোন লাভ হবে না। যেদিনই কাঁথি পৌরসভার ভোট হোক, ফল ২১-০ হবে। দিল্লিতে এসএফআই ছাত্রীদের হোস্টেলে আক্রমণের নিন্দা করেন তিনি।

এ দিনের কর্মসূচিতে শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন কাঁথি লোকসভা সাংসদ শিশির অধিকারী, তমলুক লোকসভা সংসদ দিব্যেন্দু অধিকারী, কাঁথি পৌরসভার চেয়ারম্যান সৌমেন্দু অধিকারী, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস সহ তৃণমূল কংগ্রেসের বহু বিধায়ক, জনপ্রতিনিধি ও কর্মী সমর্থকরা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here