পঞ্চায়েত নির্বাচনের আগে শিলদায় কার্যকর্তা সম্মেলন করলেন দিলীপ ঘোষ

পার্থ খাঁড়া, ঝাড়গ্রাম, ১৪ মে: পঞ্চায়েত নির্বাচনের আগে কর্মীদের মনোবল বৃদ্ধি করতে কার্যকর্তা সম্মেলন করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। রবিবার দুপুরে বিনপুর দু’নম্বর ব্লকের শিলদা এলাকার একটি কমিনিউটি হলে এই কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিনপুর বিধানসভার অন্তর্গত বিজেপির মন্ডল সভাপতি, অঞ্চল সভাপতি, বুথ সভাপতিরা উপস্থিত ছিলেন। এদিনের সম্মেলনের দিলীপ ঘোষের সঙ্গে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা বিজেপির জেলা সভাপতি তুফান মাহাতো, এছাড়া উপস্থিত ছিলেন জেলার অন্যান্য নেতৃত্ব।

মূলত পঞ্চায়েত নির্বাচনে বেলপাহাড়ি, শিলদা, জামবনি এলাকায় দল কীভাবে কাজ করবে সেই প্রসঙ্গে দলের কর্মীদের পরামর্শ দেন দিলীপ ঘোষ। তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে দলীয় ভোট লুটের প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “তৃণমূল পার্টিটি পুরো জালি। নিজেদের পার্টির মধ্যে একটা নির্বাচন করতে সেখানে ভোট রিগিং হচ্ছে। সেই পার্টি এখনে পঞ্চায়েত ভোট হলে কিভাবে সুষ্ট ভাবে করবে? এখানে যে জালি গণতন্ত্র চলছে তা বন্ধ হওয়ার দরকার আছে। এই জন্যেই এখানে নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর কথা উঠেছে।”

কর্ণাটক নির্বাচন প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ বলেন, আমাদের কর্মীরা দিনরাত কাজ করে পার্টি দাঁড় করিয়েছে। সারা দেশে আমাদের ৩০ কোটি ভোটার। পার্টি হারলেও ভোট কমবে না আমাদের।”

সাংবাদিক সম্মেলনে রাজ্যপালের বিরোধিতা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন রাজভবন থাকা সরকারি টাকার অপচয়। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “এখন উনার (মুখ্যমন্ত্রী ) কথা না শুনলে উনি এই রকম বলবেন। উনি চাইছেন রাজ্যপাল উনার কথা শুনে চলুক। এটা তো হবে না । উনি কি বলছেন তাতে কিছু যায় আসে না ভারতবর্ষ সংবিধান অনুযায়ী চলে।”

হাইকোর্টের মামলা প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সম্পর্কে তিনি বলেন, “অপেক্ষা করুন অনেকেই গ্রেফতার হবে। বারবার ডেকেছে একবার আটকে দিলেই হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *