শোভন চট্টোপাধ্যায়কে বিধানসভা ভোটের আগে দলে পাওয়া নিয়ে আশাবাদী দিলীপ ঘোষ

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২১ নভেম্বর:
২০২১- এর লড়াইয়ে শোভন চট্টোপাধ্যায়কে পাওয়ার ব্যাপারে আশাবাদী দিলীপ ঘোষ। কলকাতার প্রাক্তন মেয়রকে দক্ষ সংগঠক হিসেবেও মানলেন বিজেপির রাজ্য সভাপতি। শনিবার কলকাতায় তিনি বলেন, আমরা আশা করছি শোভন চট্টোপাধ্যায় ফের বিজেপিতে সক্রিয়ভাবে হবেন।
প্রসঙ্গত, বিজেপিতে যোগদান করার পর থেকেই রাজনীতিতে নিষ্ক্রিয় শোভন চট্টোপাধ্যায়। তাঁকে দলে সক্রিয় করতে বারবার শোভন চট্টোপাধ্যায়ের কাছে ছুটে গেছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। চলতি মাসে অমিত শাহ রাজ্য সফরে এসে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে একান্তে বৈঠক করেছিলেন। তাঁকে দলের সক্রিয় হওয়ার কথা বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তারপরেও কলকাতার প্রাক্তন মেয়রকে সক্রিয় ভাবে কাজ করতে দেখা যায়নি।

আজ দিলীপ ঘোষ বলেন, শোভন চট্টোপাধ্যায় কিভাবে কাজ করতে চান তানিয়ে কেন্দ্রীয় নেতারা আলোচনা করছেন। তাঁর বক্তব্য, উনি বরিষ্ঠ নেতা, বিধায়ক ও কলকাতার প্রাক্তন মেয়র। দলের সিনিয়র নেতাদের সঙ্গে সবসময় রাজ্য রাজনীতি নিয়ে আলোচনা চলছে। বিধানসভা ভোটের আগে আশা করছি শোভন চট্টোপাধ্যায়কে স্বমহিমায় দেখা যাবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here