দিলীপ ঘোষ প্রতিদিন অশালীন মন্তব্য করছেন, অভিযোগ চন্দ্রিমা ভটাচার্যের

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৩১ জানুয়ারি:
দিলীপ ঘোষের ভাষা নিয়ে ফের বিজেপির রাজ্য সভাপতিকে আক্রমন করলেন চন্দ্রিমা ভটাচার্য। তিনি বলেন, একজন মানুষ প্রতিদিন অশালীন মন্তব্য করছেন। তিনি কিছুতেই তার অশালীন ভাষা ব্যাবহারে পরিবর্তন আনছেন না। তবে বিজেপির রাজ্য সভাপতি তার ভাষা মধুর করতে পারবেন না বলেও শুক্রবার তৃণমূল ভবনে বসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান চন্দ্রিমা ভটাচার্য। তিনি আরও বলেন, বিজেপি নেতারা এরাজ্যের সংস্কৃতিতে আঘাত করছেন। তবে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক ভাবে এর বিরোধীতা করবে।

তিনি দাবি করেন, বেকারত্ব প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। মোদী সরকার বেকারত্বে রেকর্ড করেছে। বেকার যুবক, যুবতীদের সবকিছু থেকে লক্ষ্য ঘোরাতে তারা সিএএ ও এনআরসি নিয়ে লাফালাফি করছে। তবে দেশের মানুষ সবটাই বুঝতে পারছেন বলে জানান চন্দ্রিমা ভটাচার্য। আর বিজেপি নেতারাও বুঝতে পারছেন মানুষ তাদের পাশে আর নেই। তাই মানুষ সম্পর্কে তারা কটুক্তি করছেন বলে বিজেপি নেতাদের কটাক্ষ করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভটাচার্য।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here