রাজ্য কমিটিতে রদবদলের জন্য চাপ বাড়ছে দিলীপ ঘোষের উপর

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২২ জানুয়ারি:
রাজ্য বিজেপিতে কয়েকটি পদে রদবদল চেয়ে দিলীপ ঘোষের উপর চাপ তৈরি করছে তার অনুগামীরা। বিজেপির রাজ্য সভাপতির পছন্দের দুজন সাধারণ সম্পাদককে পছন্দ করছেন না রাজ্য কমিটির একটি বড় অংশ। হাওড়া থেকে আসা অবাঙালির দলের সাধারণ সম্পাদকের ভূমিকায় ক্ষোভ রয়েছে রাজ্য কমিটির সিংহভাগ সদস্যর। অন্যদিকে কলকাতা থেকে সাধারণ সম্পাদকের ব্যাবহারে খুশি নয় খোদ দিলীপ ঘোষের অনুগামীরা। তারা প্রকাশ্যে মুরলিধর সেন লেনে বলাবলি করেন, রাজ্যের এই সাধারণ সম্পাদক সন্ধ্যেবেলায় টিভি চ্যানেলের টকশোতে ঠিক আছে। সাংগঠনিক দূরদর্শিতা তারমধ্যে নেই বলে মনে করেন রাজ্য কমিটির অনেক সদস্যই। ক্ষোভ রয়েছে দলের এক সহসভাপতির ভূমিকায়। তিনি আবার কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করেছেন। সংঘ থেকে রাজ্য কমিটিতে আসা সদস্যরা বলাবলি শুরু করেছেন উনিও দলের টিভি চ্যানেলের টকশোতে ঠিক আছে। সংঘের কাজ ও মতাদর্শ নিয়ে সংঘের থেকে আসা বিজেপি নেতাদের ক্লাস নেবার কোনও প্রয়োজন নেই।

কয়েকদিন হল দিলীপ ঘোষ নিজে পুনরায় দলের সভাপতি হয়েছেন। তারমধ্যে তার নিজের অনুগামীরাই দু-তিনজনের পদ পরিবর্তন নিয়ে দলে সোচ্চার হয়েছেন। এছাড়াও কয়েজন জেলা পর্যবেক্ষকের উপরেও ক্ষোভ রয়েছে অনেক রাজ্য কমিটির সদস্যের। তবে এবিষয়ে দিলীপ ঘোষ নিজেও অবগত। তবে দলে পরিবর্তন নিয়ে বিজেপির রাজ্য সভাপতি খুব একটা আগ্রহী নয়। তবে নিজের অনুগামীদের ক্ষোভের আঁচ নিয়েও ভাবতে হচ্ছে দিলীপ ঘোষকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *