কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিমকে অযোগ্য বলে কটাক্ষ দিলীপ ঘোষের

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৭ জুন: কলকাতা পুরসভার প্রশাসক ফিরাদ হাকিমকে ফের অযোগ্য বলে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবার দলের রাজ্য সদর দফতরে সাংবাদিক বৈঠকে এই ভাষাতেই কলকাতার প্রাক্তন মেয়রকে কটাক্ষ করেন তিনি। দিলীপ ঘোষ বলেন, ওঁনার মতো অযোগ্য মেয়র কলকাতা পুরসভায় আগে কখনও বসেননি। সবদিক থেকে উনি ওঁনার অযোগ্যতা প্রমাণ করেছেন। আগে মেয়র পদে অযোগ্যতার ছাপ রেখেছেন। বর্তমানে প্রশাসক হিসেবে অযোগ্যতার বারবার প্রমাণ রাখছেন। না হলে পরিবহন ব্যাবস্থার সমস্যা সমাধান না করে পুরসভার কর্মীদের কাজে আসার কথা বলতে পারেন কিভাবে।

প্রসঙ্গত, ৮ জুন থেকে কলকাতা পুরসভায় ১০০ শতাংশ হাজিরার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। যে সকল পুরকর্মী আসতে পারবেন না তাদের অনুউপস্থিত দেখানো হবে বলে জানিয়েছে পুরসভা। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ আজ বলেন, এখনও কলকাতা শহরে ঠিক মতো বাস চলছে না। গণপরিবহন ব্যাবস্থা জেলাস্তরে চালু হয়নি। তাহলে পুরসভার কর্মীরা কিভাবে আসবেন বলে প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি। এরপরেই কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিমকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, পুরসভার কর্মীদের তাহলে সবুজসাথীর সাইকেল দিন। তাহলে কলকাতায় অন্তত যারা থাকেন তারা সাইকেলে করে এসে হজিরা দেবেন। প্রশাসক পদে ওঁনার অযোগ্যতার জন্যই পুরসভার কর্মীরা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে প্রশ্ন তুলতে শুরু করেছে বলে জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here