যাদবপুরে এবিভিপির জয় নিয়ে দিলীপ ঘোষ বললেন, সবে ঝাঁকি, ফিল্ম এখনও বাকি

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২০ ফেব্রুয়ারি: পেহেলে ঝাঁকি, বাদবাকি ফিল্ম বাকি, বলে যাদবপুরে এবিভিপির ফল নিয়ে বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ারিংনবিভাগে সিআর হিসেবে জয়ী হয়েছে সংঘের ছাত্র সংগঠনের একজন সদস্য। যার জন্য স্বভাবতই খুশি বিজেপির রাজ্য সভাপতি।

যাদবপুরে এবিভিপির খাতা খোলা নিয়ে দিলীপ ঘোষ বলেন, আরও অনেক বাকি আছে। সবে ঝাঁকি শুরু হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিদ্যার্থী পরিষদ লড়াই করেছে। প্রথমবার লড়াই করেই ভালো ফল করেছে বলে জানান দিলীপ ঘোষ। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিমান ছাত্ররা বামপন্থীদের থেকে সরে আসছেন। তারা দেখতে পেয়েছেন কিভাবে ওখানে দিনের পর দিন দেশবিরোধী শক্তি উঠে আসছিল। তবে যাই হোক এবিভিপির এই জয়ে আমি খুশি বলে জানান বিজেপির রাজ্য সভাপতি। দিলীপ ঘোষের এই বক্তব্যের পরা আরও একজন সি আর হিসেবে নির্বাচিত হন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here